বর্ষা আসার সঙ্গে সঙ্গে কেরালা জুড়ে ভারী বৃষ্টি চলতে থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া দপ্তর ইডুক্কি, কান্নার এবং কাসারগড় জেলায় আজ লাল সতর্কতা জারি করেছে। বিকশিত জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। বহু এলাকায় ভারি বৃষ্টি ও ঝড়ের কারণে রেল, সড়ক এবং বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। ৯টি জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার পর্যন্ত কেরালা কর্ণাটক লাক্ষাদ্বীপ উপকূলে মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জনসাধারণকে সতর্ক থাকতে বলেছেন। ভূমিধ্বসপ্রবণ এলাকায় বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে এবং ত্রাণশিবিরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।