হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় আমেরিকার বিমান হামলায় কমপক্ষে তিরিশ জনের মৃত্যু হয়েছে। জখম আরও পঞ্চাশ জন। হুথির স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর সানার বানি আল-হরিথ জেলায় তিনটি বাড়ি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। চলছে উদ্ধারকাজ। সারা রাতজুড়ে উত্তর ইয়েমেনের বিভিন্ন এলাকাতেও হামলা চালানো হয়।
এর আগেও, একই রকম বিমান হামলায় দু’জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন আরও ১০ জন। ইজরায়েল এবং আন্তর্জাতিক জলপথ পরিবহনকে লক্ষ্য করে হুথিদের আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে গত মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাঁদের অভিযান শুরু করার পর থেকেই ঐ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।