স্বাস্থ্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বর্তমানে দেশের এক নম্বর বলে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবী করেছেন। বিধানসভায় আজ স্বাস্থ্য বাজেটের উপর আলোচনা শেষে মুখ্যমন্ত্রী তথ্য পরিসংখ্যান সহ স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যের অগ্রগতির ছবি তুলে ধরেন। তিনি বলেন, হাসপাতাল, মেডিকেল কলেজ সহ স্বাস্থ্য পরিকাঠামো, শিশু- প্রসূতি মৃত্যুর হার, সার্বিক টিকাকরণ সহ বিভিন্ন মাপকাঠিতে রাজ্যের এই অগ্রগতি বিদেশেও স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যকে বিভিন্ন প্রকল্পে বঞ্চিত করলেও জনস্বাস্থ্য খাতে রাজ্য ৭০ হাজার কোটি টাকা খরচ করেছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ৯ কোটি মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে । এরমধ্যে এক কোটি মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পেয়েছেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, আয়ুষ্মান প্রকল্পে দেড় কোটি আবেদন মেটানো হয়নি। পাশাপাশি ওই প্রকল্পে নানা শর্ত আছে।
এর আগে জবাবি ভাষণে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। প্রশাসনিক জেলার সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাজ্য সরকার পাঁচটি স্বাস্থ্য জেলা তৈরি করেছে। স্বাস্থ্য দপ্তরের বাজেট ২০১১-১২ আর্থিক বছরের ৩ হাজার ৫৮৪ কোটি টাকার তুলনায় ছয় গুনেরও বেশি বেড়ে ২১ হাজার ৩৫৪ কোটি টাকা হয়েছে। আলোচনার শেষে স্বাস্থ্য দপ্তরের বাজেট প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়।
Site Admin | March 19, 2025 9:56 PM
স্বাস্থ্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বর্তমানে দেশের এক নম্বর বলে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবী করেছেন।
