সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ তথা উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মহম্মদ আল মাকতউম দু’দিনের সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপি। দুবাইয়ের যুবরাজের এটিই প্রথম সরকারি ভারত সফর। তাঁর সঙ্গে ভারতে এসেছেন মন্ত্রী, সরকারের শীর্ষ আধিকারিক ও উচ্চস্তরীয় এক বাণিজ্য প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুবরাজের সম্মানে আজ এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। এই প্রতিনিধি দলটি বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিন সন্ধ্যায় মুম্বইয়ের উদ্দেশে রওনা হবেন যুবরাজ। সেখানে তিনি দুই দেশের শীর্ষ বাণিজ্য কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। ভারত ও ইউ এ ই-র মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করা নিয়ে আলোচনা হবে।