শেয়ার বাজার আজ ঊর্ধ্বমুখী। বম্বে শেয়ার সূচক সেন্সেক্স ১৮৭ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে ৭৯,৫৯৬-এ দাঁড়িয়েছে। জাতীয় শেয়ার সূচক- নিফটিও ০.১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়ায়। মিড-ক্যাপ সূচক এবং স্মল-ক্যাপ সূচক উভয়ই ০.৮ শতাংশের বেশি বেড়েছে। এদিকে ২৪ ক্যারাটের ক্ষেত্রে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৯৮,২৯০ টাকা ।
Site Admin | April 22, 2025 9:54 PM
শেয়ার বাজার আজ ঊর্ধ্বমুখী
