মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 29, 2025 12:33 PM

printer

রাজ্যের বিভিন্ন জেলায় আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

রাজ্যের বিভিন্ন জেলায় আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল বরাবর ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সর্বত্রই দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল বিকেল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যায়। ফলে তীব্র দাবদাহের হাত থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তাপমাত্রাও এক ধাপে অনেকটাই কমে গেছে।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ৭ ডিগ্রি নীচে।
আজ সকাল সাড়ে ৬ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার।
এদিকে, গতরাতে কালবৈশাখীর সময় সুন্দরবনে বাসন্তীর হোগোল নদীতে পর্যটকদের নিয়ে একটি নৌকো উল্টে যায়। নৌকোর ৫ আরোহী নদীতে পড়ে যান। পড়ে তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ দুজন। সকাল থেকে পুলিশ বোট দিয়ে তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন