মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 30, 2025 11:28 AM

printer

মার্কিন ওপেন ২০২৫ খেতাব জয়লাভ করে, আয়ুষ শেট্টি, এই সিজনে প্রথম ভারতীয় হিসেবে একটি বিডব্লিউএফ BWF ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয়লাভ করলেন।

মার্কিন ওপেন ২০২৫ খেতাব জয়লাভ করে, ২০ বছরের আয়ুষ শেট্টি, এই সিজনে প্রথম ভারতীয় হিসেবে একটি বিডব্লিউএফ BWF ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয়লাভ করলেন। ফাইনালে কানাডার ব্রায়ান ইয়াংকে ২১-১৮, ২১-১৩ সেটে পরাজিত করেন আয়ুষ। সেমিফাইনালেও তিনি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা চৌ তিয়েন চেনকে হারিয়ে দেন। এর ফলে আয়ুষ কেবল তাঁর নিজের প্রথম বিডব্লিউএফ(BWF) বিশ্ব ট্যুর খেতাবই জিতলেন না, বরং ২০২৩য়ের কানাডা ওপেনের পর বিদেশের মাটিতে ভারতেরও এটা প্রথম বিডব্লিউএফ(BWF) বিশ্ব ট্যুর খেতাব।

অন্যদিকে, মহিলাদের সিঙ্গেলস বিভাগে তানভি শর্মা, প্রতিযোগিতার প্রথম বাছাই বেইওয়েন ঝাংয়ের কাছে ১১-২১, ২১-১৬, ১০-২১ সেটে পরাজিত হয়ে রানার্স আপ হন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন