মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 28, 2025 1:54 PM

printer

ভুটান, পশ্চিমবঙ্গ সরকারকে ৭২ ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাস ও রিয়েল-টাইম আবহাওয়ার তথ্য পাঠানো শুরু করেছে

বহু বছরের দাবি মেনে অবশেষে ভুটান, পশ্চিমবঙ্গ সরকারকে ৭২ ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাস ও রিয়েল-টাইম আবহাওয়ার তথ্য পাঠানো শুরু করেছে।  ডুয়ার্স অঞ্চলে বর্ষাকালে ঘন ঘন বন্যার মোকাবিলায় এই উদ্যোগ বড় ভূমিকা নেবে বলে রাজ্যের সেচ দফতর মনে করছে। জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে থিম্পুর ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেটিওরোলজি দক্ষিণ ও পশ্চিম ভুটানের দাগানা, সিরাং, সারপাং, সামচে ও ফুয়েন্টশোলিং জেলার জন্য নির্দিষ্ট পূর্বাভাস পাঠানো শুরু করেছে। এই জেলাগুলির আবহাওয়া সরাসরি প্রভাব ফেলে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের নদীগুলিতে। এতদিন ভুটানের শুধুমাত্র বৃষ্টির রেকর্ডিংয়ের উপর নির্ভর করেই চলতে হতো ভারতীয় সেচ দপ্তরকে—যা আগাম বন্যা নিয়ন্ত্রণ বা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত ছিল না।নতুন পূর্ণাঙ্গ পূর্বাভাস চালু হওয়ায় এখন আগাম সতর্কতা জারি ও নিরাপদে বাসিন্দাদের স্থানান্তরের মতো ব্যবস্থা নেওয়া সহজ হবে।

জানা গিয়েছে, ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত দক্ষিণ ভুটানের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস এসেছে। এই তথ্য পাওয়ার ফলে জামুরচি, বানারহাট, বিঞ্চুগুড়ি, বিড়পাড়া, মাদারিহাট, কালচিনি, জয়গাঁও, হ্যামিলটনগঞ্জের মতো বন্যা প্রবণ অঞ্চলে আগাম সতর্কবার্তা জারি করার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন