ভারতের মহাকাশ গবেষণা সংস্থা- ইসরো, একটি PSLV রকেট EOS-09 উপগ্রহকে তার নির্দিষ্ট কক্ষপথে কেন স্থাপন করতে ব্যর্থ হয়েছে- তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করেছে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়নণ জানিয়েছেন, কমিটির সদস্যরা গতকাল দফায় দফায় বৈঠক করেন। প্রাথমিকভাবে জানা গেছে, শেষ মুহূর্তে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে Polar Satellite Launch Vehicle (PSLV-C61) রকেট টি, ভূ-পর্যবেক্ষণ উপগ্রহটিকে কক্ষ পথে স্থাপন করতে পারেনি।
ইসরোর চেয়ারম্যান আরও জানিয়েছেন, চারটি পর্যায়ের মধ্যে রকেটটির প্রথম দুটি পর্যায়ের কাজ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছিল, কিন্তু তৃতীয় পর্যায়ে কিছু ত্রুটি দেখা দেওয়ায়, রকেটটি শেষ মুহূর্তে নিক্ষেপ করা যায়নি। ২২ ঘন্টা কাউন্ট ডাউনের পর গতকাল ভোর ৫’টা ৫৯ মিনিটে এই রকেটটি উপগ্রহকে কক্ষপথে স্থাপনের জন্য নিক্ষেপ করার কথা ছিল। যা শেষ মুহূর্তে বাতিল করতে হয়।
সাংবাদিকদের প্রশের উত্তরে ডক্টর নারায়নান বলেন, ইসরো এবছর প্রত্যেক মাসে একটি করে মিশন-এর পরিকল্পনা নিয়েছে। আগামী দিনে মহাকাশের বিভিন্ন অভিযানের ক্ষেত্রেও তারা সাফল্য অর্জন করতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।