ভারতীয় রেল চার ধাম যাত্রার জন্য একটি ভারত গৌরব ডিলাক্স ট্রেন এর সূচনা করেছে। এই ট্রেন বদ্রীনাথ, জোশীমঠ, ঋষিকেশ, পুরী, কোণার্ক, রামেশ্বরম, দ্বারকা, কাশী বিশ্বনাথ, ভীমশঙ্কর, ত্র্যম্বকেশ্বরের মতো স্থানগুলিতে যাবে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এই বিশেষ ট্রেনটি চলতি মাসের ২৭ তারিখে দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং ১৭ দিনে দেশের চারটি ধাম এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলিতে পৌঁছবে।
ট্রেনের টিকিট আগে এলে আগে পাবেন ভিত্তিতে আইআরসিটিসি ওয়েবসাইটে বুক করা যাবে।