ভাড়া কাঠামোর সরলীকরণ এবং যাত্রী পরিষেবার সুবিধা বৃদ্ধিতে রেলমন্ত্রক আগামীকাল থেকে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি কার্যকর করছে। নন-এসি মেইল এবং এক্সপ্রেস ট্রেনের জন্য প্রতি কিলোমিটারে এক পয়সা এবং এসি ক্লাসের জন্য প্রতি কিলোমিটারে দু পয়সা করে ট্রেনের ভাড়া বাড়ছে।
শহরতলির ট্রেনের এবং মাসিক টিকিটের ভাড়া বাড়ছে না। ৫০০ কিলোমিটার পর্যন্ত দ্বিতীয় শ্রেণিতে ভ্রমণের ভাড়া অপরিবর্তিত থাকবে। তবে, ৫০১ থেকে ১৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য পাঁচ টাকা বেশি, ১৫০১ থেকে ২৫০০ কিলোমিটারের মধ্যে দূরত্বের জন্য ১০ টাকা এবং ২৫০১ থেকে ৩০০০ কিলোমিটার ভ্রমণের জন্য ১৫ টাকা ভাড়া বাড়ছে।
এই ভাড়া সংশোধন রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত এবং তেজসের মতো প্রিমিয়ার এবং বিশেষ ট্রেন পরিষেবাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। সংশোধিত ভাড়া ১ জুলাই বা তার পরে বুক করা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এই তারিখের আগে ইস্যু করা টিকিট কোনও অতিরিক্ত ভাড়া ছাড়াই বৈধ থাকবে। তবে রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জ এবং অন্যান্য চার্জ অপরিবর্তিত থাকছে।