ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্রিয়ের স্টার্মার এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক সুফ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে পহেলগাঁও জঙ্গি হামলার কড়া নিন্দা করেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী টেলিফোনে শ্রী মোদীকে এবিষয়ে তাঁর শোক জ্ঞাপন করে নারকীয় এই ঘটনার সমালোচনা করেন। দুঃখের এই সময় ব্রিটেন, ভারতের পাশে রয়েছে বলেও জানান তিনি।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী কাপুরুষোচিত এই হামলার নিন্দা জানিয়ে সমস্ত ধরনের সন্ত্রাসবাদ বর্জনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীও তাঁর এই সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান।