বিহারে চার কোটি ৯৬ লক্ষ ভোটারের কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই বলে নির্বাচন কমিশন জানিয়েছে। পাশাপাশি ওই সংখ্যক ভোটারের সন্তানদের তাদের পিতামাতা সম্পর্কিত অন্য কোনও নথি জমা দেওয়ারও প্রয়োজন নেই বলে ভারতের নির্বাচন কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।
ভারতের নির্বাচন কমিশন বিহারের ২০০৩ সালের ভোটার তালিকা আপলোড করেছে যেখানে ওই চার কোটি ৯৬ লক্ষ ভোটারের বিবরণ রয়েছে যা ECI এর ওয়েবসাইটে রয়েছে। বিহারের ২০০৩ সালের ভোটার তালিকা সহজলভ্য হওয়ার ফলে বিহারে চলমান বিশেষ নিবিড় সংশোধনে ( SIR) মোট ভোটারদের ৬০ শতাংশকে কোনও নথি জমা দিতে হবে না বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিটি নির্বাচনের আগে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ধারা ২১(২)(ক) এবং ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধিমালার বিধি ২৫ অনুসারে ভোটার তালিকা সংশোধন বাধ্যতামূলক। মানুষের মৃত্যু পেশা শিক্ষা বা বিবাহের কারণে অভিবাসন এবং ১৮ বছর বয়সী নতুন ভোটারের যোগ প্রভৃতি কারণে ভোটার তালিকা সংশোধিত হতে থাকে। সংবিধানের ৩২৬ অনুচ্ছেদে ভোটার হওয়ার যে যোগ্যতা নির্দিষ্ট করা হয়েছে তাতে ১৮ বছরের বেশি বয়সের ভারতীয় নাগরিক এবং সেই নির্বাচনী এলাকার সাধারণ বাসিন্দারা ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার যোগ্য বলে ওই বিবৃতিতে জানান হয়েছে।