বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে লন্ডনের হিথরো বিমানবন্দরে উড়ান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরের সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। পূর্বসূচি অনুযায়ী আজ সকাল নটা দশ মিনিটে কলকাতা থেকে তার লন্ডন রওনা হওয়ার কথা ছিল। কিন্তু তা পরিবর্তন করে রাত আটটা কুড়ি মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে তিনি দুবাই এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তারপরে সেখান থেকে মুখ্যমন্ত্রীর আগামীকাল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে নামার কথা রয়েছে। আগামী ২৯ শে মার্চ তার কলকাতায় ফেরার কথা।
Site Admin | March 22, 2025 8:36 AM
বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে লন্ডনের হিথরো বিমানবন্দরে উড়ান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর লন্ডন সফরের সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে।
