মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 20, 2025 3:46 PM

printer

বিদেশের মাটিতে আবারও ভারতের জয় ধ্বজা ওড়ালেন বাংলার জলকন্যা সায়নী দাস।

বিদেশের মাটিতে আবারও ভারতের জয় ধ্বজা ওড়ালেন বাংলার জলকন্যা সায়নী দাস। পূর্ব বর্ধমানের কালনার মেয়ে সায়নী এবার জয় করলেন সপ্ত সিন্ধুর ষষ্ঠ সিন্ধু। তিনি এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু যিনি স্পেনে গিয়ে তিন ঘন্টা একান্ন মিনিটে জিব্রাল্টার প্রণালীতে ১৫.২ কিলোমিটার সাঁতারে ষষ্ঠ সিন্ধু জয়ের রেকর্ড গড়েন। এর আগে পেয়েছেন তেনজিং নোরগে ন্যাশানাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল পৌনে পাঁচটায় সায়নি ষষ্ঠ সিন্ধু জয়ের অভিযানে নামেন।
রটনেস্ট, ক্যাটালিনা, ইংলিশ চ্যানেল, মালোকাই চ্যানেল, কুক স্ট্রেইট চ্যানেল ও পঞ্চম সিন্ধু জয় ইতিপূর্বে সম্পন্ন করেছেন সায়নি। জাপানের সুগারু জয় করতে পারলেই সপ্তসিন্ধু জয়ের মুকুট উঠবে তাঁর মাথায়। সায়নি জানিয়েছেন, ষষ্ঠ সিন্ধু জয় করতে পেরে তিনি আনন্দিত। ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা বিশ্বের মঞ্চে তুলে ধরতে পেরে তিনি গর্বিত।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন