বিজেপি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপারেশন সিন্দুর অভিযান এর অব মুল্যায়নের অভিযোগ এনেছে। নতুন দিল্লীতে গতকাল বিজেপি মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা, অপারেশন সিন্দুর নিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী উদয়ন গুহের মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেস, ভারতীয় সশস্ত্র বাহিনী ও দেশের নাগরিকদের অপমান করেছেন বলেও তাঁর অভিযোগ।
উদয়ন গুহের মন্তব্যকে অবমাননাকর হিসেবে অভিহিত করে তিনি বলেন, গোটা দেশ, অপারেশন সিন্দুর এর জন্যে সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞ ।