বিচারপতি যশোবন্ত ভার্মাকে, দিল্লি হাইকোর্টের বিচারপতির পদ থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ মিলেছে বলে তিন সদস্যের তদন্ত কমিটি জানিয়েছে।
ওই কমিটি, বিচারপতি ভার্মার বাসভবন থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনার তদন্ত করছিল।কমিটিতে ছিলেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচলপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জি এস সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিভরামন।
পরিকল্পিত ভাবে তাঁকে ফাঁসানোর জন্যে এই চক্রান্ত করা হয়েছে, বিচারপতি ভার্মার এই দাবী তাঁরা খারিজ করে দিয়েছেন।
নতুন দিল্লীতে বিচারপতি ভার্মার স্টোর রুম থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছিল এই কথা জানিয়ে কমিটি এও বলেছে, তিনি এর সঠিক কারণ ব্যাখ্যা করতে পারেন নি।