মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 5, 2025 10:19 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,সফলভাবে  ঘানা ও  ত্রিনিদাদ টোবাগো সফর শেষে এখন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,সফলভাবে  ঘানা ও  ত্রিনিদাদ টোবাগো সফর শেষে এখন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সে ।  সেদেশের রাষ্ট্রপতি হাভিয়ের মিলের আমন্ত্রণে সাড়া দিয়েই তাঁর  এই  সফর। 

আর্জেন্টিনার স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় নেতা জেনারেল হোসে দে সান মার্টিনের মূর্তিতে প্রধানমন্ত্রীর  শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হবে সেদেশে তাঁর আনুষ্ঠানিক  সফর। 

তারপর শ্রী মোদীকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানানো হবে। আর্জেন্টিনার  রাষ্ট্রপতি এরপর শ্রী মোদীকে এক মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করবেন।  উভয় নেতা মিলিত হবেন  প্রতিনিধি পর্যায়ের  বৈঠকেও । প্রধানমন্ত্রী , বুয়েন্স এয়ার্সে বিখ্যাত  বোকা জুনিওরস ক্লাবের ফুটবল স্টেডিয়াম এও যাবেন।

উল্লেখ্য , দুটি দেশ গত বছর তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পালন করেছে।

প্রধানমন্ত্রীর এই সফর  দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী  এবং সহযোগিতার নতুন নতুন সম্ভাবনার   দিক খুলে দিতে বিশেষ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।  

দক্ষিণী বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রী তাঁর  পাঁচ  দেশ সফরে রওনা দেওয়ার আগে  ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে,  

জি টোয়েন্টির   গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসাবে উল্লেখ করেন। 

আর্জেন্টিনা সফর শেষে প্রধানমন্ত্রী ব্রাজিলে যাবেন। ৫ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি নামিবিয়া পৌঁছবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন