প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুজরাটের গির অরণ্যে এশিয়াটিক লায়নের সংখ্যাবৃদ্ধিকে উৎসাহব্যঞ্জক ব’লে জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রোজেক্ট লায়নের আওতায় সিংহদের সুরক্ষিত রাখতে এবং তাদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে যেভাবে চেষ্টা চালানো হচ্ছে, তা অত্যন্ত আনন্দের।