মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 1, 2025 9:15 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘ওয়ার্ল্ড অডিও ভিসুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট’ WAVES, নিছক কোনো শব্দবন্ধ নয়, এটি এমন এক তরঙ্গ, যা সংস্কৃতি, সৃজনশীলতা এবং বিশ্বজনীন সংযোগ স্থাপনে অগ্রণী ভূমিকা নিচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘ওয়ার্ল্ড অডিও ভিসুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট’ WAVES, নিছক কোনো শব্দবন্ধ নয়, এটি এমন এক তরঙ্গ, যা সংস্কৃতি, সৃজনশীলতা এবং বিশ্বজনীন সংযোগ স্থাপনে অগ্রণী ভূমিকা নিচ্ছে।
তিনি আজ মুম্বাই-এর জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রথম দৃশ্য শ্রাব্য বিনোদন সম্মেলন ওয়েভস-এর সূচনা করে ভাষণ দিচ্ছিলেন।
অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, ভারত গোটা বিশ্বের মন জয় করেছে। আজকের ভারত হয়ে উঠেছে, চলচ্চিত্র নির্মাণ, ডিজিট্যাল কনটেন্ট, গেমিং, ফ্যাশান, সঙ্গীত এবং লাইভ কনসার্টের গ্লোবাল হাব। অ্যানিমেশন ও গ্রাফিক্স শিল্পে ভারতের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এদেশের গল্প বলার ঐতিহ্য দেশকালের সীমানা পেরিয়ে মানুষের আবেগ এবং সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠার পথেও ভারত দ্রুতগতিতে এগোচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
আগেই জানানো হয়েছে, চারদিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের মূল ভাবনা হল- “Connecting Creators, Connecting কান্ট্রি। বিশ্বের বিভিন্নপ্রান্ত থেকে স্টার্টআপ, শিল্প ক্ষেত্রে অগ্রনী ব্যক্তিত্ব এবং নীতি নির্ধারকরা এতে যোগ দিচ্ছেন। ওয়েভসে বিভিন্ন OTT প্লাটফর্ম, চলচ্চিত্র, গেমিং, কমিক্স, ডিজিটাল মিডিয়া, AI, AVGC-XR, সম্প্রচার, দক্ষতা সবকিছুই প্রদর্শিত হচ্ছে। এছাড়াও থাকছে সাক্ষাৎকার, প্রতিভাবান নির্মাতাদের বিশেষ অধিবেশন, নতুন যুগের গল্প বলার ধরণের প্রদর্শনী ইত্যাদি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন