প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রখম অডিও ভিসুয়াল এন্টারটেনমেন্ট সামিট WAVES-এর সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ভারত, বর্তমানে গোটা বিশ্বের মন জয় করেছে । বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে দেশ দ্রুতগতিতে এগোচ্ছে । মোবাইল উৎপাদনকারী দেশ হিসেবেও বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ওয়েভস শুধু এক সম্মেলন নয়, সংস্কৃতি ও বিনোদনের এক প্রবাহ বলেও শ্রী মোদী উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ওয়েভস প্ল্যাটফর্মে ক্রিয়েট ইন ইন্ডিয়ার মাধ্যমে সারা বিশ্ব, ভারতের ঐতিহ্যপূর্ণ কাহিনী ভান্ডারের সন্ধান পাবে।
চারদিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের মূল ভাবনা হল “Connecting Creators, Connecting কান্ট্রি। বিশ্বের বিভিন্নপ্রান্ত থেকে স্টার্ট আপ, শিল্প ক্ষেত্রে অগ্রনী ব্যক্তিত্ব এবং নীতিনির্ধারকরা এতে যোগ দিয়েছেন। প্রযুক্তি ও সৃজনশীল প্রতিভাকে কাজে লাগিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। WAVES-এ বিভিন্ন OTT প্লাটফর্ম, চলচ্চিত্র, গেমিং, কমিক্স, ডিজিটাল মিডিয়া, AI, AVGC-XR, সম্প্রচার, দক্ষতা সবকিছুই প্রদর্শিত হচ্ছে। এছাড়াও থাকছে সাক্ষাৎকার, প্রতিভাবান নির্মাতাদের বিশেষ অধিবেশন, নতুন যুগের গল্প বলার ধরণের প্রদর্শনী ইত্যাদি।
এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য হলো ২০২৯ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ সুনিশ্চিত করা যা বিশ্ব বিনোদন অর্থনীতিতে ভারতের অবস্থানকে আরো মজবুত করবে।