মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 30, 2025 8:39 PM

printer

প্রধানমন্ত্রী আজ মহারাষ্ট্র ও ছত্তিসগড়ে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মহভট্টায় বিদ্যুৎ, সড়ক, রেল, তেল ও গ্যাস, শিক্ষা এবং আবাসন সম্পর্কিত ৩৩,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।

এই উপলক্ষ্যে   আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, মাওবাদী প্রভাবিত ছত্তিশগড়ের বিভিন্ন  অঞ্চলে  স্থায়ী শান্তির এক নতুন যুগের সূচনা হয়েছে।  প্রত্যন্ত আদিবাসী অঞ্চলে স্বাস্থ্য ও অন্যান্য সুযোগ-সুবিধা সহ রাস্তা, বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক সরবরাহ করা হচ্ছে। আদিবাসী এলাকার উন্নয়নের জন্য ধরতি আবা জনজাতি উৎকর্ষ অভিযান শুরু করা হয়েছে।

সবচেয়ে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রী জন-মান যোজনায়  হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আদিবাসী এলাকাগুলির উন্নয়ন করা হচ্ছে।  

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের ৩ লক্ষ সুবিধাপ্রাপকের গৃহপ্রবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সকলের হাতে বাড়ির চাবি তুলে দেন। শ্রী মোদী বলেন, তাঁর সরকার কেবল চার দেয়ালই নির্মাণ করে না, বরং এই ঘরগুলিতে বসবাসকারী মানুষের জীবনও গড়ে তোলে।

অনুষ্ঠানে  আভানপুর-রায়পুর রেল সেকশনে মেমু ট্রেন পরিষেবার সূচনা করেন তিনি ।

দেশের দরিদ্রতম মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌছে দেওয়াই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আয়ুষ্মান ভারত-এর মত প্রকল্পের আওতায় কোটি কোটি মানুষ বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাচ্ছেন বলে শ্রী মোদী জানিয়েছেন। মহারাষ্ট্রের নাগপুরে আজ মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করে তিনি বলেন, সরকারের জন ঔষধি কেন্দ্রগুলিতে দরিদ্র এবং মধ্যবিত্তরা কম দামে ওষুধ কিনতে পারছেন। গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে AIMS-এর মতো প্রতিষ্ঠান চালু হয়েছে।    

প্রধানমন্ত্রী এদিন ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ’ RSS-এর স্বেচ্ছা সেবকদের নিঃস্বার্থভাবে কাজের ভূয়সী প্রশংসা করেন। বিপর্যয় মোকাবিলার মতো কাজে যেভাবে তাঁরা সুশৃঙ্খলভাবে কাজ করেন, তা’ একমাত্র সেনা বাহিনীতেই দেখা যায় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।

নাগপুরে ‘সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেডে’র অস্ত্রাগার ঘুরে দেখেছেন তিনি।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন