পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় থেকে ঝাড়খন্ডে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে জেলা পুলিশ। চারজন অপহরণকারীকে গ্রেফতার করার সঙ্গে অপহরণে ব্যবহৃত ব্যবহৃত গাড়ি ও বাইক উদ্ধার হয়েছে। গতকাল পুরুলিয়া বেলগুমা জেলা পুলিশ লাইনে সাংবাদিক সম্মেলন করে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ঝাড়খন্ডের লোহার দাগা থেকে কমল গোপ ও গুমলা এলাকা থেকে নন্দ গোপাল রায়কে অপহরন করে কুড়ি লক্ষ টাকা মুক্তি পণ চেয়ে ফোন করে অপহরণকারীরা ঝাড়খন্ড পুলিশের কাছ থেকে এই খবর পাওয়ার পরেই গত সোমবার সন্ধ্যা নাগাদ ঝালদা থানা, বাঘমুন্ডি থানা ও পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে অপহৃত দুই ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। একই সঙ্গে চার জন অপহরণকারী গ্রেফতার করা হয়। এদের বাড়ি ঝাড়খন্ডে। ধৃতদের গতকাল পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজত হয়।
Site Admin | June 4, 2025 9:28 AM
পুরুলিয়ায় থেকে ঝাড়খন্ডে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে জেলা পুলিশ
