পাঞ্জাবের মুলানপুরে গতকাল আইপিএল এর ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৭ উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আরসিবি টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায়।। প্রথমে ব্যাট করে পাঞ্জাব দল ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান তোলে। প্রভসিমরণ সিং ৩৩ রান করেন। শশাঙ্ক সিং ৩১ রানে অপরাজিত থাকেন। ব্যাঙ্গালুরুর হয়ে ক্রূনাল পান্ডিয়া, সূয়াশ শর্মা দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ৩ উইকেট হারিয়ে ১৮ ওভার ৫ বলে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি ৭৩ রানে অপরাজিত থাকেন। দেবদত্ত পাড়িকল ৬১ রান করেন। পাঞ্জাবের হয়ে অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট নিয়েছেন। বিরাট ম্যাচের সেরা হয়েছেন। এই ম্যাচে জয়ের ফলে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এল। সমসংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্ট সংগ্রহ করে নেট রানরেটে পিছিয়ে থাকায় পাঞ্জাব চতুর্থ স্থানে রয়েছে।
Site Admin | April 21, 2025 9:02 AM
পাঞ্জাবের মুলানপুরে গতকাল আইপিএল এর ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৭ উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে।
