পাঁচদিনের বার্ষিক হজ যাত্রা আজ শুরু হয়েছে। ভারত সহ সারা বিশ্বের ১৪ লক্ষের বেশী ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ সৌদি আরবের মিনায় সমবেত হচ্ছেন। ইতোমধ্যেই পবিত্র মক্কা শহর থেকে যাত্রা শুরু করেছেন পুন্যার্থীরা। মিনায় রাত্রিবাসের পর আগামীকাল ভোরে আরাফাতের ময়দানে দিনের মূল নামাজ আদায় করবেন তাঁরা।
এর আগে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, হজ যাত্রা সুষ্ঠু ও নিরাপদ রাখতে মন্ত্রক সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে। “হজ সুবিধা” মোবাইল অ্যাপের মাধ্যমে ভারতীয় হজ যাত্রীরা যেকোনো তথ্য জানতে এবং অভিযোগ জানাতে পারবেন।
Site Admin | June 4, 2025 9:35 PM
পাঁচদিনের বার্ষিক হজ যাত্রা আজ শুরু হয়েছে।
