মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 22, 2025 10:03 AM

printer

পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতার প্রসারে সারা দেশে আজ রাত ৮:৩০ টা থেকে সাড়ে নটা পর্যন্ত এই এক ঘণ্টা আর্থ আওয়ার হিসেবে পালিত হবে।

পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতার প্রসারে সারা দেশে আজ রাত ৮:৩০ টা থেকে সাড়ে নটা পর্যন্ত এই এক ঘণ্টা আর্থ আওয়ার হিসেবে পালিত হবে। এদিকে আজই বিশ্ব জল দিবস হওয়ায় এবারের আর্থ আওয়ারে জল সংরক্ষণের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আর্থ আওয়ারের এবারের থিম –Be Water Wise, highlights the urgent need for water conservation and sustainable practices. অর্থাৎ জল সাশ্রয়ী হয়ে উঠুন , জল সংরক্ষণ ও সুস্থায়ি ব্যবস্থাপনার জরুরি প্রয়োজনীয়তার ওপরে গুরুত্ব দিন।
এর অঙ্গ হিসেবে আজ ভারতীয় সময় রাত্রি সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত সমস্ত অপ্রয়োজনীয় আলো নিভিয়ে দেওয়া হবে।
সমস্ত গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক স্মৃতি সৌধ, সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্প সংস্থাগুলিতেও এই এক ঘণ্টা প্রয়োজন ছাড়া আলো জ্বালানো হবেনা।
উল্লেখ্য, বিশ্ব সংরক্ষণের বার্তা দিতে ২০০৭ সাল থেকে প্রতিবছর বিশ্ব বন্যপ্রাণ তহবিল ডাব্লু ডাব্লু এফ এর উদ্যোগে এই আর্থ আওয়ার পালিত হয়। অস্ট্রেলিয়ার সিডনি তে প্রথম এই আর্থ আওয়ার এর সূচনা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন