নির্বাচন কমিশন ভোটার তালিকা আরও নির্ভুল করতে এবং নাগরিকদের জন্য ভোটদান প্রক্রিয়া আরও সহজতর করার লক্ষ্যে নতুন উদ্যোগ চালু করেছে। কমিশন এখন থেকে ভারতের রেজিস্টার জেনারেলের কাছ থেকে বৈদ্যুতিন উপায়ে মৃত্যু নিবন্ধনের তথ্য সংগ্রহ করবে। এর ফলে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা বা EROরা সঠিক সময়ে তথ্য পাবেন। বুথ স্তরের আধিকারিক (BLOs) ৭নং ফর্ম দ্বারা আনুষ্ঠানিক অনুরোধের অপেক্ষা না করেই পরিদর্শন করে তথ্য যাচাই করতে সক্ষম হবে।
কমিশন ভোটপত্র ও BLO দের পরিচয়পত্রের নকশাতেও পরিবর্তন করেছে।
নির্বাচন-সম্পর্কিত দায়িত্ব পালনের ক্ষেত্রে ভোটার এবং নির্বাচন কমিশনের মধ্যে যোগাযোগের প্রথম স্তরে, বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বিএলওদের সহজে শনাক্তকরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলি চলতি বছরের মার্চ মাসে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলনের সময় মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের পরিকল্পনার সঙ্গে সাযুজ্য রেখে বাস্তবায়ন করা হয়েছে।