নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে প্রায় দেড় কোটি বাড়িতে বুথ লেভেল অফিসার- বিএলওদের প্রথম দফার পরিদর্শন শেষ হয়েছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, Special Intensive Revision বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচীর আওতায় রাজ্যের প্রায় ৭ কোটি ৯০ লক্ষ ভোটারের মধ্যে ৬ কোটি ৮৬ লক্ষেরও বেশি গণনা ফর্ম বিতরণ করা হয়েছে। বাকি বাড়িগুলি তালাবন্ধ থাকতে পারে, সেই বাড়ির ভোটার মারা যেতে পারেন, পরিযায়ী শ্রমিক হত পারেন অথবা কোথাও বেড়াতে যেতে পারেন। যেহেতু, বিএলও এই কর্মসূচীর সময় ভোটারদের বাড়ি তিনবার পরিদর্শন করবেন, তাই এই সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এই সংশোধন কর্মসূচীকে সহায়তা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ১ লক্ষ ৫৪ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট -বিএলএ মনোনীত করেছে। প্রত্যেক বিএলএ প্রতিদিন সরবোচ্চ ৫০টি পর্যন্ত প্রত্যয়িত ফর্ম জমা দিতে পারে।