মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 18, 2025 11:28 AM

printer

নাট্যকার ও পরিচালক হরিমাধব মুখোপাধ্যায় প্রয়াত

বঙ্গ রঙ্গ মঞ্চের বিশিষ্ট নট নাট্যকার ও পরিচালক হরিমাধব মুখোপাধ্যায় প্রয়াত। গত রাতে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৪। কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

উত্তর বঙ্গের বালুরঘাটের ভূমিপুত্র হরিমাধব বাবু ছয়ের দশকে  আরো কয়েকজনের সঙ্গে ত্রিতীর্থ নাট্য দল গঠন করে একের  পর এক  অবিস্মরণীয় নাট্য প্রযোজনা দর্শকদের উপহার দেন।

তিন বিজ্ঞানী, ভাঙা পট,দেবী গর্জন, গ্যালিলিও, দেবাংশী, জল, তুঘলক, বিছন সহ বহু নাটক কলকাতা তথা রাজ্য ছাড়িয়ে একাধিকবার জাতীয় স্তরে বিদগ্ধ নাট্য দর্শকদের মুগ্ধ করেছে। সঙ্গীত নাটক একাডেমি সহ জাতীয় ও রাজ্য স্তরে অসংখ্য পুরস্কার ও সম্মানে ভুষিত হরিমাধব বাবু কলকাতা থেকে দূরের এক প্রত্যন্ত শহরে থেকে বাংলা তথা দেশের নাট্য দর্শকদের যে নাট্য অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। হরিমাধব বাবুর অভিনয় পরিচালনার গুণে ত্রিতীর্থ নাট্য সংস্থার নাম দেশের বাইরেও ছড়িয়ে পড়ে।

হরিমাধব বাবুর প্রয়াণে বাংলার নাট্য মহলে শোকের ছায়া।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন