নদীয়ার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোট গণনা। পানিঘাটা উচ্চ বিদ্যালয়ে সকাল আটটা থেকে গণনা শুরু হবে। জেলাশাসক এস অরুন প্রসাদ আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, দুটি হলে মোট ১৪টি ইভিএম ও দুটি ব্যালট গণনার টেবিল থাকছে। ২৩ রাউন্ড ইভিএম ও দুই রাউন্ড ব্যালট গণনা হবে। গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯তারিখ ওই কেন্দ্রে ভোট নেওয়া হয়।