নতুন দিল্লীতে আয়কর বিল ২০২৫ নিয়ে লোকসভার সিলেক্ট কমিটির বৈঠক চলছে। ৩১ সদস্যের এই কমিটির প্রধান হলেন বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই এই কমিটি তাদের রিপোর্ট পেশ করবে। নতুন বিলটিতে আয়কর সংক্রান্ত আইনের কিছু সংশোধনী আনা হয়েছে। বাজেট অধিবেশনে প্রথম পর্বে লোকসভায় বিলটি পেশ করা হয়েছিল। পরে খসড়া বিলটি সিলেক্ট কমিটি্র কাছে পাঠানো হয়।
Site Admin | February 24, 2025 2:36 PM
নতুন দিল্লীতে আয়কর বিল ২০২৫ নিয়ে লোকসভার সিলেক্ট কমিটির বৈঠক চলছে।
