দেশে পণ্য ও পরিষেবা কর GST আদায়ের পরিমাণ সর্বকালীন সর্বোচ্চ ২’লক্ষ ৩৭ হাজার কোটি টাকায় পৌঁছেছে। গতবছরের এপ্রিল মাসের তুলনায় এই পরিমাণ ১২ দশমিক ৬’শতাংশ বেশী। সরকারি তথ্য অনুযায়ী কেন্দ্রীয় GST সংগ্রহের পরিমাণ এপ্রিলে ছিল ৪৮ হাজার ৬৩ কোটি টাকা। অন্যদিকে রাজ্য GST-র এই পরিমাণ ছিল ৫৯ হাজার ৩৭২ কোটি টাকা। এপ্রিল মাসে মোট ২৭ হাজার ৩৪১ কোটি টাকা রিফান্ড বা ফেরত দেওয়া হয়েছে।
Site Admin | May 1, 2025 8:13 PM
দেশে পণ্য ও পরিষেবা কর GST আদায়ের পরিমাণ সর্বকালীন সর্বোচ্চ ২’লক্ষ ৩৭ হাজার কোটি টাকায় পৌঁছেছে।
