মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 4, 2025 3:21 PM

printer

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এই সাতটি সদস্য দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দায়বদ্ধ। তিনি আশা প্রকাশ করেছেন, বিমস্টেকের মিলিত কন্ঠস্বর দেশগুলির সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটাবে।

এবারের বিমস্টেক শীর্ষ সম্মেলনের মূল ভাবনা সমৃদ্ধ, নমনীয় এবং উন্মুক্ত। এছাড়াও ব্যাংকক ভিশন ২০৩০ ও গৃহীত হওয়ার কথা। বিমস্টেকের ভবিষ্যৎ চিন্তাভাবনাকে সামনে রেখে বিশিষ্ট জনেদের নিয়ে গড়ে ওঠা গোষ্ঠীর মতামতও গৃহীত হবে বলে মনে করা হচ্ছে।

দু’দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন থাইল্যান্ডে। সে দেশের প্রধানমন্ত্রী পেইটংটাম সিনাওয়াত্রার সঙ্গে গতকাল তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আলোচনা করেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দৃষ্টিভঙ্গিতে বিশেষ স্থান রয়েছে’। দুটি দেশই প্রতিরক্ষা নিরাপত্তা কৌশলগত অংশীদারিত্ব বাণিজ্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও মানব পাচার, মাদক চোরাচালান সাইবার দুর্নীতির মতো একাধিক সংগঠিত অপরাধ নিয়েও দুটি দেশ বিস্তারিত আলোচনা করেছে। এছাড়াও ভারত ও থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশীয় আন্তর্জাতিক সহযোগিতা সংগঠন আশিয়ান, মেকং গঙ্গা সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন