জম্মুতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার সাম্বা ও জম্মু শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল যথাক্রমে ৪৩.৯ ডিগ্রি ও ৪২.৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশবাণীর জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, গত তিন দিন ধরেই ওই অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে। আগামী পাঁচ দিনে জম্মুর বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি, বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রাও। জুনের তৃতীয় সপ্তাহে জম্মু ও কাশ্মীরে বর্ষা ঢুকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জম্মুতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে ২০-২১ জুন নাগাদ।
Site Admin | June 9, 2025 12:55 PM
জম্মুতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
