জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ শ্রীনগরে গতকাল এক সর্বদলীয় বৈঠক করেন। বৈঠকে সব রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপকে সর্বসম্মতভাবে অনুমোদন করে।
পহেলগাঁও-এ নিরীহ নাগরিকদের লক্ষ্য করে গত মঙ্গলবারের নৃশংস ও অমানবিক জঙ্গি আক্রমণের কঠোর ভাষায় নিন্দা করা হয় বৈঠকে।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, উপস্থিত সদস্যদের সর্বসম্মতভাবে অনুমোদিত প্রস্তাব পড়ে শোনান।