জম্মু-কাশ্মীরে মন্ত্রিসভার অনুরোধে কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল মনোজ সিনহা আজ বিধানসভার বিশেষ অধিবেশনের আয়োজন করেছেন। এই অধিবেশনে পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। জঙ্গী হামলার নিন্দা জানিয়ে সেই বিষয়টি আলোচনা করা ছাড়াও একটি সিদ্ধান্ত গ্রহণ করার পরিকল্পনা রয়েছে।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, সন্ত্রাসবাদকে নির্মূল করতে যেকোনো নির্ণায়ক লড়াইকে তিনি সমর্থন করেন। কিন্তু এই জঙ্গী হামলার বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছেন, তাঁরা যাতে কোনোভাবে সমস্যার সম্মুখীন না হন, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।