জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় প্রবল শিলাবৃষ্টি, ধসের কারণে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে। একশো জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। একনাগাড়ে বৃষ্টির জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বরাবর নাশরি এবং বানিহালের মধ্যে একাধিক এলাকায় ধস নেমেছে।
ধরম কুন্দ গ্রামে হড়পা বানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০টি বাড়ি। বেশ কয়েকটি গাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।