মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 23, 2025 9:53 PM

printer

চাকরি হারা শিক্ষকরা বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যেতে পারবেন বলে কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন।

চাকরি হারা শিক্ষকরা বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যেতে পারবেন বলে কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন।

   সেন্ট্রাল পার্ক লাগোয়া রাস্তায় শান্তিপূর্ণভাবে তাঁরা এই আন্দোলন করতে পারবেন। তবে, একসঙ্গে ২০০ জনের বেশি ধর্নায় উপস্থিত থাকতে পারবেন না। আন্দোলনকারীদের মধ্যে থেকে ১০ জনের নাম আগে থেকে পুলিশকে জানিয়ে রাখতে হবে। কোন রাজনৈতিক নেতা সহমর্মিতা দেখিয়ে আন্দোলনে থাকতে চাইলে, পুলিশ ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  

    ১৫ মের ঘটনায় শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে মধ্যশিক্ষা পর্ষদ কোনো ব্যবস্থা নেবেনা। পুলিশ’ও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না,তবে তদন্ত চালিয়ে যেতে পারবে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে আন্দোলনকারীদের হাজিরা দিতে হবে। পুরসভাকে’ও আন্দোলনকারীদের জন্য পানীয় জল, বায়ো টয়লেট এবং ছাউনি তৈরীর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শিক্ষকদের, তাঁদের মর্যাদার পরিপন্থী, এমন কোনো অসম্মানজনক কোনো কাজ না করতে অনুরোধ করেছেন।

           আগামী চৌঠা জুলাই ফের এই মামলার শুনানি।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন