কলকাতা হাইকোর্টে আগামীকাল ২০১৬ সালের প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে। সুপ্রিমকোর্ট ২০১৬ সালেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর থেকে উদবেগে রয়েছেন প্রাথমিকের কর্মরত শিক্ষক শিক্ষিকারা।
উল্লেখ্য এপটিটিউড টেস্ট না নেওয়া, ওএমআর জালিয়াতি, সংরক্ষণের নীতি না মানা, র্যাঙ্ক জাম্প-এর মত একাধিক অভিযোগে এই মামলা দায়ের হয়েছিল। ২০২৩-এবিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশও দিয়েছিলেন। যদিও ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়।