কলকাতা পুরসভার উদ্যোগে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের অন্তর্গত সিরিটি শ্মশানের সংস্কারের কাজ চলছে। ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং আজ শ্মশান পরিদর্শন করেন ।
অতীন ঘোষ পরে সাংবাদিকদের জানান, দুটি নতুন ইলেকট্রিক চুল্লী বসানো হবে। এছাড়া পরিবেশবান্ধব কাঠের চুল্লী বসানোরও পরিকল্পনা রয়েছে। শ্মশানের সংস্কারের কাজ অক্টোবর মাসের মধ্যে শেষ হবে এবং ভবিষ্যতে এই শ্মশান আধুনিক ব্যবস্থা সম্পন্ন হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি ।
মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, সাড়ে ৮ কোটি টাকার কাজ চলছে। শ্মশান যাত্রীদের স্নানের জন্য ইতিমধ্যে কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। এখানে গঙ্গার জল নিয়ে আসা হবে। এছাড়া সৌন্দর্যায়ন করা হবে, ও আলো বসানো হবে।