December 14, 2024 1:39 PM

printer

ওমানের মাস্কটে মহিলাদের জুনিয়র ‘এশিয়া কাপ হকি’র সেমিফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে।

ওমানের মাস্কটে মহিলাদের জুনিয়র ‘এশিয়া কাপ হকি’র সেমিফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে ৬ টায়।

পুল-A-র চতুর্থ ম্যাচে ভারত, থাইল্যান্ডকে ৯-০ গোলে হারিয়ে দেয়। এই জয়ের ফলে ভারত সেমিফাইনালে পৌঁছানোর পাশাপাশি চিলিতে এফ আই এইচ জুনিয়র ওয়ার্ল্ড কাপ ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জন করল।
অপর সেমিফাইনালে একই স্টেডিয়ামে চীন আজ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।