উত্তরাখণ্ডে এ বছরের চারধাম যাত্রা আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন শুরু হচ্ছে। এই চার ধাম অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রি, কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রা শুরুর প্রাক্কালে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এর ব্যবস্থাপনা নিয়ে গতকাল জেলাশাসকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন।
পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী ধামি বলেন আগামী দোসরা মে থেকে কেদারনাথ ধামে ভক্তরা কেদারনাথের দর্শন করতে পারবেন।
চারধাম যাত্রার জন্য নাম নথিভুক্ত করার কাজ গতকালই শুরু হয়েছে। ২০ টি কাউন্টার খোলা হয়েছে। এর মধ্যে আছে ভিন্নভাবে সক্ষম, বয়স্ক মানুষ, এবং বিদেশীদের জন্য বিশেষ কাউন্টার।
চারধাম যাত্রার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার নির্দেশ দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠুভাবে যাত্রা সম্পন্ন করাই তাঁর সরকারের প্রধান অগ্রাধিকার।
আকাশবাণী আগামীকাল চারধাম যাত্রার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। গঙ্গোত্রী ধামের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০ টা থেকে ১১টা, যমুনোত্রী ধামের সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত শোনা যাবে।
অন্যদিকে, কেদারনাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান হবে শুক্রবার দোসরা মে সকাল ৬টা থেকে। এছাড়া বদ্রীনাথ ধামের উদ্বোধন রবিবার চৌঠা মে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সম্প্রচারিত হবে।
আকাশবাণীর ইন্দ্রপ্রস্থ, এফএম গোল্ড এবং আরাধনা চ্যানেল ছাড়াও নিউজ অন এআইআর অ্যাপে সরাসরি সম্প্রচার শোনা যাবে।
চৌঠা মে পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সম্প্রচারিত হবে যাত্রা সংক্রান্ত বিশেষ রিপোর্ট।
Site Admin | April 29, 2025 9:43 AM
উত্তরাখণ্ডে এ বছরের চারধাম যাত্রা আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন শুরু হচ্ছে।
