উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত তাসখন্দ ওপেন আগামভ মেমোরিয়াল দাবা প্রতিযোগিতায় ভারতের নিহাল সারিম খেতাব জিতেছেন। কুড়ি বছর বয়সী এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার আটজন প্রতিযোগীকে হারিয়ে অপরাজিত হয়ে এই খেতাব জয় করে। এই জয়ের ফলে নিহালের রেটিং পয়েন্ট দুহাজার ছশো চুরানব্বইতে এসে দাঁড়িয়েছে।