ইডেনে গতকাল রাতে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৮০ রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। সানরাইজার্স টসে জিতে নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠায়। কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০০ রান তোলে।
ভেঙ্কটেশ আইয়ার ৬০, অংক্রিশ রঘুবংশী ৫০, অধিনায়ক অজিঙ্কে রাহানে ৩৮ রান করেন।
জবাবে ব্যাট করতে আই পি এলনেমে হায়দ্রাবাদ ১৬ ওভার ৪ বলে ১২০ রানে অলআউট হয়ে যায়।
হেনরিক ক্লাসেন ৩৩, কামিন্দু মেন্ডিস ২৭ রান করেন। কলকাতার হয়ে বরুন চক্রবর্তী ও বৈভব অরোরা তিনটি করে উইকেট নেন। বৈভব অরোরা ম্যাচের সেরা হয়েছেন।
কলকাতা নাইট রাইডার্স আগামী মঙ্গলবার ইডেনে পরবর্তী ম্যাচে লখনউ সুপার জায়ান্টস এর মুখোমুখি হবে।
লখনউ এর একানা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল আইপিএল এর ম্যাচে লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
দুই দলই তিনটি ম্যাচ খেলে একটিতে জয়ী হয়েছে। নেট রান রেটে এগিয়ে থাকায় মুম্বই লিগ তালিকায় পঞ্চম ও লখনউ ষষ্ঠ স্থানে আছে।