ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাট্জ বলেছেন, তাঁর দেশ গাজার বিস্তীর্ণ এলাকায় সামরিক অভিযানের গতি আরও বাড়াবে। এক বিবৃতিতে কাট্জ বলেছেন, এই অভিযান বৃদ্ধির মূল উদ্দেশ্য হোল জঙ্গিদের পরিকাঠামো ধ্বংস করা। ইজরায়েলের তরফ থেকে প্যালেস্তিনীয়দের হামাস ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে।
এদিকে, ইজরায়েল গত সপ্তাহেই এক সতর্কতা জারী করে বলেছিল , তারা খুব শীঘ্রই গাজার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সামরিক অভিযান শুরু করবে।