ভারতীয় আবহাওয়া দপ্তর, আজ ঝাড়খন্ডের বেশ কিছু জায়গায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গুজরাট, কেরালা, মাহে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও ভারি বৃষ্টির সম্ভাবনা। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বেশ কয়েকটি এলাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হবে।
এদিকে, নিম্নচাপর প্রভাবে আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় জারি রয়েছে লাল সতর্কতা । উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।