অস্ট্রেলিয়ান ওপেন টেনিস থেকে ভারতের সুমিত নাগাল বিদায় নিয়েছেন ।গতকাল মেলবোর্ন পার্কে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে বিশ্বের ২৫ নম্বর টমাস মাচাক স্ট্রেট সেটে নাগালকে হারিয়ে দেন। অষ্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে নাগাল ছিলেন একমাত্র ভারতীয় খেলোয়াড়। ডাবলসে ভারতের অভিযান আগামীকাল শুরু হবে। ঋত্বিক চৌধরী,বোলাপল্লী,এন শ্রীরাম বালাজি,ও ইয়ুকি ভামরি মাঠে নামবেন। কোনো ভারতীয় মহিলা খেলোয়াড় এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ পাননি।
Site Admin | January 13, 2025 12:27 PM
অস্ট্রেলিয়ান ওপেন টেনিস থেকে ভারতের সুমিত নাগাল বিদায় নিয়েছেন ।
