অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাকুড়ায়। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।
এদিকে গত সন্ধ্যার ঝড় বৃষ্টিতে কলকাতায় গাছ পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে, আহত একজন। মীনা ঘোষ নামে বেহালার ইউনিক পার্কের বাসিন্দা ঐ মহিলা রাস্তা দিয়ে যাবার সময় গাছের ডাল ভেঙ্গে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে এবং আরো এক পথচারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মীনা দেবীকে মৃত বলে ঘোষণা করেন। বারাসতের ইন্দিরা কলোনিতেও গাছ পড়ে মৃত্যু হয়েছে গোবিন্দ বৈরাগী নামে এক যুবকের। জানা গিয়েছে, ঝড়বৃষ্টির সময় ঘরে শুয়ে ছিলেন তিনি। তখনই ঘরের উপর একটি গাছ ভেঙে পড়ে। ঝড়বৃষ্টির ফলে কলকাতায় বেশ কয়েক জায়গায় গাছ পড়েছে, শিয়ালদহতে মিত্র ইনস্টিটিউশনের সামনে একটি বড়গাছ রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ীর উপর পড়লে সেটি ক্ষতিগ্রস্ত হয়। শিয়ালদার বনগা- হৃদয়পুর ষ্টেশনে লাইনের উপর ঝড়ে গাছ পড়ে যাওয়ায় ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয়।
এদিকে কলকাতা ও আশপাশের এলাকায় সন্ধ্যেবেলা ঝড়ের ফলে বেঙ্গালুরু, গুয়াহাটি ও দিল্লি গামী বেশ কিছু উড়ান বাতিল করতে হয়। সময় সূচি পরিবর্তন করা হয় বেশ কিছু উড়ানের।
ঝড় বৃষ্টির খবর মিলেছে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান থেকেও। এদিকে বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা কিছুটা কমে গেছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫-ডিগ্রি কম। সর্ব্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা