ভারত বিশ্ব বাণিজ্য সংগঠন WTO-র সঙ্গে খোলামেলা, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্হার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। রাশিয়ার ব্লাডিভস্তকে গতকাল সাংহাই সহযোগিতা সংগঠনের বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনে ভারতের পক্ষ থেকে এই সংগঠনের সম্মিলিত শক্তিকে সমৃদ্ধি অর্জনের কাজে লাগানো কথা বলা হয়। কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই বৈঠকে রফতানির বহুপাক্ষিকতা, বিশেষ কোন দেশের ওপর নির্ভরশীলতা কমানো এবং স্হিতিস্হাপক সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ওপরেও ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে। ভারতের শিল্প-বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব অমিতাভ কুমার এই বৈঠকে উন্নয়ন কেন্দ্রিক কর্মসূচী এবং খাদ্য নিরাপত্তার জন্য গণবন্টন ভান্ডার সংক্রান্ত সমস্যার স্হায়ী সমাধানের ওপর জোর দেওয়া হয়।
Site Admin | September 7, 2025 9:20 PM
WTO-র সঙ্গে খোলামেলা, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্হার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে
