উত্তর-পূর্ব ভারতে আগামী পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সমগ্র পূর্ব এবং মধ্য সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ এবং আগামী সাত দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে প্রবল বৃষ্টি আর ভূমি ধ্বসে সিকিমের বিভিন্ন জায়গায় এরাজ্যের পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের তরফে সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি আটকে থাকা পর্যটকদের পরিবারের সঙ্গেও যোগযোগ করা হচ্ছে। আটকে পড়া পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সিকিম সরকার রাজ্যকে আশ্বস্ত করেছে।
উল্লেখ্য, একটানা বৃষ্টি আর ভূমি ধসে সেখানকার লাচুং, লাচেন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেড় হাজারের বেশি পর্যটক আটকে রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ধীরে ধীরে উদ্ধার কাজ শুরু হয়েছে।